বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকায় ৬ নং ওয়ার্ডে গোয়ালগাঁও পূর্বপাড়া গ্রামে ফসলি জমি সহ জোরপূর্বক জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত উভয়পক্ষের মধ্য বিরোধ ছিল এরই প্রেক্ষিতে ধান ক্ষেতের ফসলের জমি সহ জোরপূর্বক জমি জবরদখল করার অভিযোগ উঠেছে।
গত ৩ই সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১২ টার সময় এই ঘটনাটি ঘটে। দীর্ঘদিন যাবত জায়গা জমির বিরোধ থাকায় উভয় পক্ষই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে এ বিষয়টি সঠিক সমাধানের জন্য ওই এলাকার গন্যমান্য ব্যক্তিরা দফায় দফায় বিচার সালিশের ব্যবস্থা করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, জায়গা জমির কারণে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের চলে আসছে এর সঠিক সমাধান না হলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগকারী ভুক্তভোগী গোলাম মোহাম্মদ মনু মিয়া বলেন, আমার নিকট থেকে জমি ক্রয় করার কথা বলে খারিজ বাবদ ১৫ হাজার টাকা দেয় পরবর্তীতে আর জমি রেজিস্ট্রি না করে তারা জোরপূর্বক কয়েকটি স্ট্যাম্প পেপারে সাক্ষ্যের নিয়ে জমি দখলের নানা পায়তারা করতে থাকে। এই সূত্র ধরে অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম (৩৫) আমাকে না জানিয়ে জোরপূর্বক জমি জবর দখল করে নিয়ে জায়গার উপরে খুটি এবং সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম আমাদের বলেন, আমি জোরপূর্বক জায়গা দখল করিনি জায়গাটি মনু মিয়ার নিকট থেকে সীমানা নির্ধারণ করেছি সেখানে তার ভাইও উপস্থিত ছিলো। মনু মিয়া আমার কাছে জায়গা বিক্রির কথা বলে টাকা নিয়ে নানা টালবাহানা করেন অথচ জমিটি রেজিস্ট্রি করে দেয় না। পরবর্তীতে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়, তাকে জমিতে নিয়ে এসে জমির সীমানা বুঝিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে ওই এলাকার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক ফজলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জমিটি মাপার সময় আমি সহ আরো অনেকেই ছিল, জমি জোরপূর্বক দখলের অভিযোগটি আসলে সত্য নয়।