দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লোকমান আহমদ:

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রায় ৩শ’ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উজানের তীব্র ঢল এবং অতি ভারী বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে বন্যা দেখা দেয় সিলেটের মৌলভীবাজার জেলায়। এতে অসহায় হয়ে পড়েন বন্যার্ত মানুষ। এই অসহায় মানুষের কথা চিন্তা করে সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ উদ্যোগ গ্রহণ করেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর।

সিসিকের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ জানান,
অন্তর্বত্নীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীর বৃন্দের ১দিনের বেতন কর্তন করে প্রদান করা হয়। আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে অসহায় মানুষের অসহায়ত্বের চিত্র দেখে কাউন্সিলরবৃন্দের নিজ উদ্যোগে বিশুদ্ধ পানি, চাল, ডাল, তেল, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার তোলে দেন বান বাসি মানুষের হাতে।

যেখানে নুন আনতে পানতা ফুড়ায় সেখানে নিম্ন আয়ের মানুষের কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ। থৈথৈ পানিবন্দী মানুষ বন্যার জন্যে হয়ে পড়ে কর্মহীন। খাদ্য সংকটে পড়া এসব বানবাসী মানুষের ঠোঁটে সিসিকের এই উপহার সামগ্রী এনে দেয় এক চিলতে হাসি।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিসিক ০১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মোঃ আব্দুল্লাহ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে রাব্বী চৌধুরী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর, হুমায়ুন কবীর সুহিন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রায়হান হোসেন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম শাকিল, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিব খাঁন, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আহমদ, ০২ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর কুলসুমা বেগম পপি, ০৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ০৮ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শারমিন আক্তার রুমি, ১০ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন কলি, ১৩ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর ফাতেমা বেগম, ১৪ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বাবলী আক্তার প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version