সুনামগঞ্জ প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীদের নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমির আলহাজ্ব মাও. আব্দুল আউয়াল। তিনি বলেন, আমরা রাজনীতি করি ইবাদতের জন্য। যারা ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাংগঠনিকভাবে আন্দোলন করে তারা আল্লাহর বন্ধুত্ব লাভ করে। ইসলামী আন্দোলন আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে।
নায়েবে আমির আব্দুল আউয়াল বলেন, জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করতে হবে। প্রত্যেক সদস্যকে আদর্শবান হতে। আগামী এক মাসের মধ্যে সকল কমিটির কাজ শেষ করতে হবে। সাংগঠনিক কাজে সবাইকে ত্যাগী মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং দৃশ্যমান আন্দোলনে রূপ দিতে হবে। প্রধান অতিথি আব্দুল আউয়াল আরও বলেন, ক্ষমতার মূহু সন্ত্রাসবাদের উৎস। আমাদের এটাকে প্রত্যাখ্যান করতে হবে সকলে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও. মাহমুদুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাও. মাছুম আহমদ, সদর উপজেলা কমিটির সভাপতি মাও. আব্দুশ শহীদ, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি হাফিজ আবু হুরায়রা, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মুফতি তৌহিদুর রহমান প্রমূখ। সম্মেলনে বিভিন্ন উপজেলার সংগঠকগণ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফেরাত কামনায় এবং দেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বিশেষ মোনাজাত পেশ করেন সম্মেলনের প্রধান অতিথি নায়েবে আমির আলহাজ্ব মাও. আব্দুল আউয়াল।