আল নোমান শান্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে স্কুল,মাদ্রাসা ও মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দক্ষিণ পাড়া হযরত উমর রাঃ যুব সংগঠন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মুজিবনগর রহমানিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে নানান প্রজাতির গাছ রোপণ করে এ কর্মসূচি শুরু করে সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া,মুজিবনগর রহমানিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাও. আতাহার আলী,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত,মাদ্রাসা শিক্ষক শাহাআলম আফ্রিদি,সংগঠনের সদস্য,লুতফুর রহমান রুবেল,নাদিম বীন মুস্তফা,সাদমান সাকিব,মো. মামুন,মো. বাবু মিয়া,ফেরদৌস মিয়া,মো. সাদ,মো. তামিম ইকবাল,মো. রাব্বি মিয়া প্রমুখ।
আয়োজকেরা জানান,বৃক্ষ অক্সিজেন,ফলমূল,ঔষধি গুন,ছায়া সহ কাঠ দিয়ে সর্বদা উপকার করে। এই উপকারের সওয়াব যেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদগন পায় এবং তাদের স্মরণে এমন উদ্যোগ নিয়েছি।