তিমির বনিক,মৌলভীবাজার প্রতিমিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়ার খ্রিষ্টান মিশনারিজ-অবলেট ট্রাস্ট বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা আকুল মিয়ার দীর্ঘদিনের জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
গত রবিবার(১৮ই আগস্ট) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এ বিরোধ নিষ্পত্তি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, উপজেলার লক্ষীপুর মৌজার বনগাঁও এলাকায় অবস্থিত “খ্রিষ্টান মিশনারিজ-অবলেট ট্রাস্ট” বাংলাদেশ ও স্থানীয় বাসিন্দা আকুল মিয়ার বিরোধ ছিল দীর্ঘদিনের।
রবিবার সরেজমিন মিশনের ফাদার জোসেফ গোমেজসহ মিশনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে দিনব্যাপী পরিমাপ কার্যক্রম সম্পন্ন শেষে বিবাদমান উভয়পক্ষের সম্মতিতে সীমানা খুঁটি স্থাপন করে প্রত্যেকের জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাকিব হাসান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।