নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা সেক্রেটারি অধ্যাপক মো.আব্দুস সালাম।শুভ উদ্বোধন করেন মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.শওকত আলী।
শনিবার(১৭ আগস্ট) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় ‘রাকিব সিক্স বনাম আকাশ সিক্স এ’ দুটি দল অংশগ্রহণ করেন এবং টাইব্রেকারে আকাশ সিক্স ০১ গোলে চ্যাম্পিয়ন হয়।
নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাম্মদ আলী আকতারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মো.রিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সেক্রেটারী মো.এরশাদ মিয়া,নাগরপুর উপজেলা সিপিবি সাধারন সম্পাদক মো.সিরাজুল ইসলাম,মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক,নাগরপুর এর অফিসার প্রকৌশলী মো.তারিকুল ইসলাম,বিএনপি নেতা ইব্রাহীম মিয়া,মনজু ব্যাপারী,জামান ব্যাপারী,বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্য সাবান ব্যাপারী,জুলমত ব্যাপারী,লুজাই ব্যাপারী,রবিউল ব্যাপারী,স্বাধীন ব্যাপারী,জামাত ব্যাপারী,আলমগীর হোসেন আলো ব্যাপারী,টেন্টু ব্যাপারী,সোহেল ব্যাপারী,সম্রাট মিয়া,প্রবাসীদের মধ্যে মো.আসলাম মিয়া,জাহাংগীর আলম এবং প্রকৌশলী আল মামুন নয়ন উপস্থিত ছিলেন।
এছাড়াও ভাষ্যকার হিসাবে সরকারি যদুনাথ স্কুল ও কলেজ এর অতিথি শিক্ষক মো.সালাউদ্দীন,কলেজ পাড়ার কৃতি সন্তান আব্দুল রাজ্জাকসহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।