তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সরকারি কলেজের ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেশন জট নিরসন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৮ আগষ্ট ) রবিবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
৬ দফা দাবিতে শিক্ষার্থীরা তিন বছরের কোর্স তিন বছরেই শেষ করা , ফাইনাল পরীক্ষার সময়সূচি সংক্ষিপ্ত, প্রতিমাসে ক্লাস টেস্টের ব্যবস্থা ,পরীক্ষার সময় ৪ ঘন্টা করা ,মাস্টার্স দুই বছরেই শেষ করা ,ডিপার্টমেন্ট ডিগ্রিতে করে নেওয়ার দাবি তোলেন।
এসময় মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের কাছে তাদের দাবি উত্থাপন করে।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া মাহাফুজ আলম বলেন ,আমি ২০২১- ২২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছিলাম। পরীক্ষা দিয়েছি ২০২৩ সালে এখন পর্যন্ত আমার রেজাল্ট হয়নি।
এতো দিনে আমি ডিগ্রি শেষ বর্ষে পড়তাম কিন্তু সেশন জটের কবলে পড়ে আমার শিক্ষাজীবন থেকে দেড় বছর হারিয়ে ফেলেছি।