মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সদর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ পাশাপাশি ভাঙা সড়ক মেরামত করলেন শিক্ষার্থীরা। যা প্রতিদিনই ছোট-বড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্তের ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে বড় বড় গর্ত সৃষ্টি হয় তা খানাখন্দকে পরিণত হয়ে পড়ে। যার কারণে ওই স্থান গুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের।

স্থানীয়রা জানান,এ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত ছোট- বড় অনেক যানবাহন চলাচল করে থাকে। সড়কটি খানাখন্দকে পরিণত হওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে।এমনকি কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এ সড়কে।

দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা দেখেও কর্তৃপক্ষের নজরে না আশায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্চাসেবকের সদস্যরা রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন।

এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্চাসেবকের সদস্যরা বলেন, বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা ইট ফেলে কিছুটা চেষ্টা করেছি।

আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সড়ক মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version