দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ের দেয়ালগুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মহুতির চিত্র স্মরণীয় রাখতেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছে প্রাফিতি। যা মানুষের মাঝে আকর্ষণীয় করে তুলেছে।

শনিবার (১৭ আগষ্ট) সকাল সারে ১১ টায় রাস্তার দেয়াল ও কলেজের দেয়াল গুলিতে বিজয় উল্লাসের নানা ধরণের চিত্র আঁকতে দেখা যায়।

এসব চিত্র আঁকতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকি ছবি সহ আঁকা হচ্ছে নানা স্লোগান।

পরবর্তী প্রজন্মের কাছে সমাজের চাওয়া কি হতে পারে তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ছিল শিক্ষার্থীদের লক্ষ্য ও উদেশ্যে। শিক্ষাথী সাজিদ বলেন অপরিচ্ছন্ন দেয়াল গুলি ঘষে মেজে রঙ তুলিতে রাঙিয়ে তুলেছি।

আরেক শিক্ষার্থী অহনা আক্তার বলে, দেয়ালে আঁকা ছবিতে মসজিদ, মন্দিরের ছবি আছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বহি:প্রকাশ করেছি মাত্র। অধ্যাপক মো সফিউল ইসলাম বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবীদার বলে উল্লেখ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version