বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ই আগস্ট, শুক্রবার দুপুর ৩টায় বকশীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের প্রতিনিধি হিসেবে মেজর মোর্শেদ রিয়াজ। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত (ইউএনও)র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মোর্শেদ রিয়াজ।
সে সময় তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সবারই সাহায্য সহযোগিতা প্রয়োজন তাই বকশীগঞ্জে অবস্থিত থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, হাসপাতাল, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, স্থানীয় সাংবাদিকগণ ও এলাকার নৃত্যস্থানীয় লোকজনদের সাথে নিয়ে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রনে আনতে নানা বিষয়ে আলাপ আলোচনা করেন। বকশীগঞ্জ উপজেলার সার্বিক খোঁজ খবর নেন।
কোথাও কোনো অরাজকতার সৃষ্টি হলে তা নিরসনের জন্য সবার কাছেই সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এলাকার সর্বসাধারণ জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার আসমাউল হুসনা (ভূমি), পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুর রহমান, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ খান (ওসি), বকশীগঞ্জে উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওঃ মোঃ শাহজালাল, বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার নৃত্যস্থানীয় প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ও বকশীগঞ্জের স্থানীয় প্রিন্ট ও মিডিয়া সাংবাদিকগণরা উপস্থিত ছিলেন।