পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে অধাঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার (৩আগস্ট) সকাল সারে দশটায় বিক্ষোভে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাব্বির সাকিব অপুর্ব ও রুশদা বক্তব্য রাখেন।
সাব্বির সাকিব অপুর্ব বলেন, আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমার ভাইদের যে নির্যাতন করা হয়েছে তার চুড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের সকল অধিকার মেনে নিতে হবে এর আগ পর্যন্ত একজন ছাত্র এই রাজপথ ছাড়বো না। আমরা সকল ছাত্ররা ঐক্যবদ্ধ আছি।
রুশদা জানান,আমরা এখানে এসেছি আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে কিন্তু তার বিচার আমরা পাচ্ছি না। আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমাদের ৯ দফা দাবী যতদিনে তারা মেনে না নিচ্ছে আমরা রাজপথ ছাড়বো না।