মাহমুদুর রহমান রনি (বরগুনা):-
বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতার জন্য কারিতাসের প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট ) বেলা ১১ উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সিসিডিবির উপজেলা
সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি, পাথরঘাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহমুদুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের বরিশাল আঞ্চলিক কর্মকর্তা মি. ফ্রান্সিস বেপারী। তিনি এ সময় বলেন, ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পাথরঘাটার কাঠালতলী ও চরদুয়ানী দুইটি ইউনিয়নে ২৫ লাখ ২০ হাজার টাকায় ৭০টি ঘর সংস্কার করে দেওয়া হবে। এছাড়াও দুই ইউনিয়নে মোট ৬৪ লাখ ৫ হাজার ৬ শত ৩৪.৫ টাকার বিভিন্ন সহায়তা দেয়া হবে।।