দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো স্বপ্ন ফাউন্ডেশন সুনামগঞ্জ । ১লা আগষ্ট (বৃহস্পতিবার ) চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক বলেন আমাদের এই এলাকাটি একেবারে জেলার প্রান্তিক এরিয়ায় অবস্থিত। এখানকার মানুষজন শ্রমজীবি, মৎসজীবি, কৃষক ও কাঠুরিয়ার কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু, এই এলাকার মানুষের মন সুন্দর। তারা কষ্টের মধ্যে থেকেও ছেলে-মেয়েদের পড়াশোনা করান। তা সত্যিই আনন্দের। এই এলাকাকে বেচেঁ নেয়ায় আপনাদেরকেও ধন্যবাদ । সমাজের সকলে মিলে শিক্ষা সেবায় মনোনিবেশ করলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন ২০০৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবধি শিক্ষা সেবায় অবদান রাখছে। এখানে এই এলাকার ১৪টি গ্রামের শিক্ষার্থীরা এসে পড়াশোনা করে। এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ জার্নলিষ্ট ফোরাম সুনামগঞ্জের আহবায়ক ও স্বপ্ন ফাউন্ডেশনের স্বম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সালেহা বেগম প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version