বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
কোটা সংস্কার আন্দোলন নিয়ে পোস্ট করার জেরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিঘাত রৌদ্রকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল শিকদারের নেতৃত্বে কয়েকজন স্থানীয় মিলে মারধর করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুলাই) আনুমানিক বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন বালুর মাঠ মার্কেটে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে পোস্ট করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে লেখালেখির জেরে নিঘাত রৌদ্র বালুর মাঠে দুপুরের খাবার খাওয়ার জন্য গেলে পাভেল শিকদারের নেতৃত্বে কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে মার্কেটের পাশে একটি ঝোপের মধ্যে দিয়ে মারধর করে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করান ।
এই বিষয়ে নিঘাত রৌদ্র বলেন,” আমি বশেমুরবিপ্রবি’র কোটা সংস্কার আন্দোলন করায় এবং আন্দোলন নিয়ে পোস্ট করায় আমার উপর হামলার ঘটনা ঘটে। আমি খাবার খাওয়ার জন্য বালুর মাঠে গেলে বশেমুরবিপ্রবির ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিকল্পনায় ছাত্রলীগ কর্মী পাভেল শিকদারের নেতৃত্ব দশ বারোজন মিলে আমাকে ধরে ঝোপের মধ্যে নিয়ে মারধর করতে থাকে। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”
তিনি আরো বলেন, “মারধরের সময় তারা আমাকে বলে আমি যেনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রকার আন্দোলনের চেষ্টা না করি এবং কোনো প্রকার পোস্ট না করি এমন নানা হুমকি প্রদান করে গোপালগঞ্জ ছাড়তে বলে। এছাড়াও ইতিপূর্বে পাভেল শিকদার ছাত্র ইউনিয়নের সভাপতি সুষ্মিতা আপুকে ধর্ষণের হুমকি দেয়।”
এই বিষয় বশেমুরবিপ্রবি প্রক্টর ড.কামরুজ্জামান বলেন, ” আমরা এটা সোনা মাত্রই যেয়ে প্রশাসনের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা নি। তার পরিবারের সাথে কথা হয়েছে। তারা তাকে বাসায় পাঠিয়ে দিতে বলেছে, তাই আমরা তাকে পাঠিয়ে দিয়েছি।”
এই ঘটনায় পদক্ষেপ এর বিষয়ে বলেন,” ভিসি স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। “