টাঙ্গাইল প্রতিনিধিঃ সারা দেশের মত টাঙ্গাইল শহর ও বিভিন্ন উপজেলা শহরে কোটা বিরোধী আন্দোলন করেছে ছাত্র-ছাত্রীরা।
১৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কোটা আন্দোলনের প্লাকার্ড সহ মিছিল করেছে ছাত্রছাত্রীরা।
আনুমানিক সকাল ১১ টার দিকে টাঙ্গাইলের নাগরপুর বিভিন্ন ইউনিয়নের ছাত্রছাত্রীরা মিছিল ও প্লাকার্ড নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এসে মিলিত হতে থাকে। এদের মধ্যে একটি মিছিল উপজেলার তালতলা নামক এলাকায় আসলে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করার চেষ্টার একপর্যায়ে গুলি করার কথা বলায় মিছিলকারীরা ঢিল ছুঁড়লে, তখন পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানায় স্থানীয়রা। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, মিছিল ছত্রভঙ্গ করতে নাগরপুরের মিষ্টিপট্টি, কলেজ গেট সহ বেশকিছু জায়গায় লাঠিপেটা করেছে পুলিশ ও ছাত্র লীগের কর্মীরা এমনটাই জানিয়েছেন দোকানী ও পথচারীরা।