স্টাফ রিপোর্টার
“টাকার ভাগ নেয় সবাই, নিয়ন্ত্রক ইউপি চেয়ারম্যান” শিরোনামে সম্প্রতি সময় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ঢালাও চাঁদাবাজ আখ্যা দেওয়ায় সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে৷

মঙ্গলবার রাত ৮ টায় অনুষ্ঠিত প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ও সময় টিভির প্রতিবেদক আমিনুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত সব ধরনের সভা-সমাবেশ ও অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন প্রেসক্লাবের সদস্যরা।
এছাড়া সাংবাদিক সমাজের মানহানি করার ওই তিন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় সভায়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ রওনক আহমদ বখতের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

Exit mobile version