রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
কৃষক বাঁচাও নদী বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে (১৭ জুলাই)বুধবার সকাল ১১ টায় নীলফামারীর ডিমলা উপজেলার কেয়ার বাজার রংপুর মহাসড়ক নামক স্থানে মানববন্ধন করেছেন অত্র এলাকাবাসী ।
এসময় আব্দুল লতিফ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা মো. ময়েজ উদ্দিন আহম্মেদ। এতে ডিমলা উপজেলার কুটির ডাঙা, রামডাঙ্গা,পচারহাট এবং জলঢাকা উপজেলার চিরাভিজা গোলনা ও খারিজা গোলনা মোট ৫টি গ্রামের বাসিন্দারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৭০০ কৃষকের বিরুদ্ধে দ্বায়েরকৃত হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের অংশ গ্রহন করেন।
মানববন্ধনকারীরা বলেন,প্রধান মন্ত্রীর ঘোষিত তিন ফসলি জমি সরকারি হোক বা বেসরকারি হোক খনন করা যাবেনা। মানববন্ধনে নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় বক্তব্য রাখেন আব্দুল আলিম, যাদু মিয়া ,মিনারুল, আসুতোষ, হাবিবুর রহমান, আবখাদুর রশিদ, খাদিজা আক্তার, আলেমা সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, নদী খনন হোক আমাদের কোন আপত্তি নেই কিন্তু রিজার্ভার করতে দিব না।
তাদের একটাই দাবী আমাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে তিন ফসলি জমি যেন খনন না করা হয়।