জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা কৈমারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলু’র সিমাহীন দূর্নীতি ও প্রতিষ্ঠান পরিচালনায় খামখেয়ালিপোনার বিরুদ্ধে প্রতিবাদ করায় নির্বাচিত অভিভাবক সদস্যদের চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার সহ দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবকসহ সর্বস্তরের জনগণ। ১৬ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কৈমারী বাজারের বাসহাটি নামক স্থানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৈমারী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য সাইদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মামুনুর রশীদ মান্দু’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন, রংপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ভিপি আব্দুর নুর দুলাল, কৈমারী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক বসুনিয়া, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যাপক রশিদুল ইসলাম,সাবেক ইউপি সদস্য ও কৈমারী স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমিন, কৈমারী ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুস সাফি রানা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অধির চন্দ্র রায় প্রমূখ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কৈমারী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও চাঁদাবাজ মামলার স্বাক্ষী শাহিন আলম, মামলার আসামী অভিভাবক সদস্য সাহিদুল ইসলাম, আবুল হাসান মোঃ সুলতান সোহেল সহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অধ্যক্ষ আব্দুর রউফ খাঁন দুলুর বিরুদ্ধে সিমাহীন দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version