সোয়াইব আলী, জবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় ৪ জন গুলিবিদ্ধ।
মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকাল ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঠলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তাঁতীবাজার মোড় পর্যন্ত যায়।
এসময় বিকাল সাড়ে ৩ টা আন্দোলনকারীদের ওপর রায় সাহেব বাজার মোড়ে গুলি ছুড়ে পুলিশ। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়।
এ সময় শিক্ষার্থীরা-‘আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা-মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।
সাধারণ শিক্ষার্থীরা জানান, আমরা শান্তি পূর্ণ আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়েন। এতে আমাদের বন্ধু অনিক গুলিবিদ্ধ হয়।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অনিক,ব্যাবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের ফেরদৌস সহ আরও ২ জন।