জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৪ বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাহনাজ বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। এ সময় শিশু সন্তান সিফাতও (৪) নিহত হয়েছে। সোমবার (১৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বাগজানা রেলগেট হতে ১শ গজ দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী ও সস্তান । সে ঔষধ নেওয়ার কথা বলে সন্তানকে সাথে নিয়ে বাড়ী থেকে বের হয় বলে নিহতের চাচী মোবাইল ফোনে নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রম করার ১শ গজ দক্ষিণে শাহনাজ বেগম নিজের শিশু সন্তান সিফাতকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।