এ,এম স্বপন জাহান
মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বারিবর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের গুচ্ছ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীষ দর্শী চাকমা।

জানা যায়,উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পায়নি অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন গনমাধ্যমের পক্ষ থেকে জানানো হলে আজ শুক্রবার উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করেছেন ইউএনও অতীশ দর্শী চাকমা।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় ইউএনও অতীশ দর্শী চাকমার পাশাপাশি উপস্থিত ছিলেন ,আজকের পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি আতিক ফারুকী,কালের কন্ঠের আলামিন আহমেদ সালমান, স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শামসুদ্দোহা।

Share.
Leave A Reply

Exit mobile version