জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল সদর উপজেলায় ২৫০ পিস ইয়াবাসহ মো.রাজু সরদার (৩০) ও মো.বায়জিদ শেখ (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মো.রাজু সরদার নড়াইল সদর উপজেলার ফেদী গ্রামের মো.চান সরদারের ছেলে এবং মো. বায়েজিদ শেখ একই গ্রামের মো.মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মেহেদী হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারুফ আহমেদ ও সেলিম রেজা নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামে অভিযান চালিয়ে আসামি মো.রাজু সরদার ও মো. বায়েজিদ শেখকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এছাড়া আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শুক্রবার (১২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।