রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও এলজিইডির আয়োজনে চার বছর মেয়াদি আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯-জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এলজিইডি প্রভাতী প্রকল্পের উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহাদ বিন আজাদ (সবুজ) এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী ১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)৷

এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, ডিমলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা প্রমূখ।

আলোচনা শেষে উপজেলার ১০ ইউনিয়নের ১০ জন করে মোট ১০০ জন (এলসিএস) নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত জন প্রতি ১ লক্ষ ২১ হাজার ৭ শত টাকা মোট ১কোটি ২১ লক্ষ ৭ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।

অপর দিকে দ্বাদশ জাতীয় সংসদে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপির অনুকূলে ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ১০০ জন গরীব দুঃখী অসহায়দের মাঝে ২ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

এসময় স্থানীয় সাংসদ, উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে তাদের জীবন সংসার অতিবাহিত করার ব্যাপারে, মাদক, ধুমপান,বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুলগামী শিশুদের স্কুল ফিডিং সন্তানদের স্কুলে প্রেরণের কথা বলেন। পরিশেষে সার্বজনীন পেনশন স্কিম করার ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

Share.
Leave A Reply

Exit mobile version