তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। জেলার সদর ও রাজনগরের এলাকা থেকে পানি কমলেও কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় অপরিবর্তিত রয়েছে। বন্যাদুর্গত এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে আছে বানভাসি মানুষের। বন্যার পানিতে কুলাউড়া সরকারি হাসপাতাল প্রাঙ্গণ ও উপজেলা প্রশাসনিক অফিসসহ আশপাশের আবাসিক এলাকা ডুবে আছে। এ পরিস্থিতিতে সরকারি অফিস ও হাসপাতালের সেবা প্রদানে ব্যাঘাত ঘটছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো আশ্রয় কেন্দ্রে আছে ৮ হাজার ৭শ’ ৮ জন মানুষ। ৭৪ টি মেডিকল টিম কজ করছে। মৌলভীবাজারর জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম জানান, বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত আছে। কিছু বিতরণ করা হয়েছে।