মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট।
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে স্মাট উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে ৮০জন শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, বিভাগীয় আইসিটি স্বমন্বয়কারী জাহিদ হাসান,সহকারী প্রোগ্রামার ফয়সাল আলম প্রমুখ।