রবিবার, জুলাই ৭, ২০২৪

ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ও ত্রান নিয়ে বন্যা দুর্গত এলাকায় হাজির এমপি আব্দুর রশিদ

যা যা মিস করেছেন

মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন একটি নদী ভাঙ্গন কবলিত ইউনিয়ন।
ইউনিয়নের মধ্যদিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে ভিটে মাটি হারিয়ে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে। যমুনায় বিলীন হয়েছে ইউনিয়নের বেশির ভাগ এলাকা।
এবারো বন্যা শুরু হতে না হতেই শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। প্রতি বছর ভাংতে ভাংতে চরাঞ্চলের গ্রাম গুলি বিলিন হয়ে অবশিষ্টি ছিলো মিরকুটিয়া গ্রামের একাংশ কাঠাল তলা এলাকা ‘তাও আজ ভাঙ্গন কবলে।
পাঁচদিনের টানা ভাঙ্গনের ফলে নদীর বুকে বিলিন হয়েছে এ এলাকার, আফজাল তরফদার, আল আমিন, জাহাঙ্গির, মোতালেব, মিনহাজ, পারভেজ, তারাভানু, চাঁন মিয়াসহ প্রায় অর্ধ শতাধীক পরিবারের ঘরবাড়ী। আবার অনেকেই তাদের ঘরবাড়ী সরিয়ে নিয়ে যাচ্ছে অন্যত্র। এলাকাবাসির দাবি গ্রামের শেষ আশ্রয়স্থল টুকু রক্ষার।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ এমপি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত যোগাযোগ করে ভাঙ্গন কবলিত এলাকা ভাঙ্গনরোধের জন্য তাৎক্ষনিক প্রথম পর্যায় ত্রিশ লাখ টাকার অনুমোদিত জিও ব্যাগ ফেলার কাজের অনুমোদন নিয়ে আসেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে এ কাজের উদ্ভোধন করেন এবং ক্ষতিগ্রস্থ জনগনের জন্য ত্রান সহায়তা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসেন, শিখা আক্তার, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপসহকারী প্রকৌশলী ইমরুল কায়েস, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল হাসান সাইদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবুসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security