মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন
ও মহিলা ভাইস চেয়ারম্যানে মাহমুদা আক্তার শিখার শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) তাহমিনা আক্তার,বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ শেষ তাদের অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগনের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্নয় রেখে যার যার দ্বায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভুমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন। স্বচ্ছতার সহিত সবাই মিলে কাজ করলে দেশ আরো দ্রুত উন্নয়নের দিকে ধাপিত হবে। দুর্নীতি মুক্ত উপজেলা গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম এসময় সাংবাদিকদের বলেন, জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। জনগনের জীবন মানের উন্নয়ন করাই আমার লক্ষ। জীবনের শেষ মুর্হুত পর্যন্ত জনগনের সেবা করে যেতে চাই।

উল্লেখ, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪২ হাজার ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে নির্বাচিত হন আল আমিন হোসাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৮৫৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন মাহমুদা শিখা।

Share.
Leave A Reply

Exit mobile version