রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
‘নিজের শহর নিজে গড়ি’ ও ‘একটি শিশু প্রতি বছর একটি গাছ রোপন করুক’ শীর্ষক নীলফামারীর ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার(১-জুলাই)বেলা ১২ টায় টিম সংযোগ ডিমলা’র সৌজন্যে জেলা পরিষদ স্কুল এন্ড কলেজে প্রতিটি শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধী গাছ বিতরণ করা হয়।
টিম সংযোগ ডিমলার প্রধান সমন্বয়কঃ আরিফুর রহমান ডালিম’র সঞ্চালনায় ও জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান সোহাগ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আতিকুর রহমান আতিক,প্রেসক্লাব ডিমলার সাধারণ সম্পাদক পারভেজ রুবেল, হাসানুর রহমান মোহন, আলমগীর কবীর, মোঃ সজীব ইসলাম প্রমুখ।
টিম সংযোগ ডিমলার প্রধান সমন্বয়কঃ আরিফুর রহমান ডালিম বলেন,আমাদের পরিবেশকে বাঁচাতে হলে গাছের বিকল্প নেই। এজন্য বেশি বেশি গাছ রোপন করতে হবে। আজকের এই কর্মসূচিই শেষ নয়, বৃক্ষরোপন একটি চলমান কাজ যা আমাদের ভালভাবে বেচে থাকতে হলে প্রতিনিয়ত করা প্রয়োজন। বৃক্ষ রোপন কর্মসূচি সরকার বা কোন বিশেষ প্রতিষ্ঠানের একার কাজ নয়। এটি একটি সম্মিলিত কাজ। বাড়ির আশে পাশে বা রাস্তার ধারে খালি জায়গায় বৃক্ষ রোপন করতে হবে।