দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলা ফায়ার ফাইটার মো মেহেদী হাসান সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
গতকাল রবিবার রাত বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাহার শারীরিক অবস্থা অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। মরহুম মোমেহেদী হাসানের সুমন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার নন্দিপুর গ্রামে।
মদন উপজেলা ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ শাহজাহান জানান, সহকর্মী মোমেহেদী হাসান সুমনের আকষ্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।