দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদনে উৎসব মুখর পরিবেশে নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দদেরকে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা পাবলিক হল মিলনায়তনে বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এ সময় নবগত চেয়ারম্যান ইফতে খারুল আলম খান চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ,ইতি আক্তারকে বরণ করে নেয়া হয়। বিদায়ী চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,কল্পনা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ,ওসি উজ্জ্বল কান্তি সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ,বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও মদন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।