রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে “জরুরি সাড়াদান” পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে রবিবার (৩০-জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীমা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ডিমলা থানার ওসি-তদন্ত আব্দুর রহিম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ সকল সদস্য বৃন্দ।
প্রশিক্ষণে দুর্যোগঝুঁকি হ্রাস ও জরুরি সাড়াদান ব্যবস্থাপনা-সম্পর্কিত নীতি নির্ধারণ, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।