জামালপুর প্রতিনিধি: 

‘সব কথা সবার কথা’শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘চ্যানেল এস’। শুভ উদ্বোধন উপলক্ষ্যে  মাসব্যাপী বিশ্বজুড়ে ‘চ্যানেল এস’উদ্বোধনী উৎসব-২০২৪ এর অংশ হিসেবে শুক্রবার রাত ১০টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, ‘চ্যানেল এস’এর পরিচালক আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির, ডিবির ওসি কাজি শাহনেওয়াজ ইমন।

আরো বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন  চ্যানেল এস’এর জামালপুর প্রতিনিধি মো. শামীম হোসেন।

এ ছাড়াও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চ্যানেল এস এর দেওয়ানগঞ্জ উপলেলা প্রতিনিধি ফারুক মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, জামালপুর প্রেসক্লাব, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল কর্মকর্তা-সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম এর সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত  ছিলেন।

উল্লেখ্য, ‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে  ‘চ্যানেল এস’। গত ১২ জুন ২০২৪ ইং বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবাদ ও বিনোদন ভিত্তিক এ স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

‘চ্যানেল এস’বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ‘চ্যানেল এস’মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এ চ্যানেল। অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায়  ‘চ্যানেল এস’।

Share.
Leave A Reply

Exit mobile version