দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মানুষের শেষ বয়সে স্বাচ্ছন্দবোধ করার সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার মদনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন।

বৃহস্পতিবার উপজেলা পাবলিক হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া।
সভায় সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রয়োজনীয়তার উপর ব্যাপক আলোচনা করা হয় এবং গ্রামের সর্বশ্রেণির লোকজন যাতে দ্রুত এর আওতায় আসে সে ব্যাপারে উপস্থিত সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান জেলা প্রশাসক। এ ছাড়া, একই দিনে মদন উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন,পাবলিক সার্ভিস দিবস ২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ, হিজরাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ত্রিনয়ন সংর্ঘের সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ ও উপকরণ বিতরণ,পল্লী মাতৃকেন্দ্রে সম্পাদিকাদের মাঝে সনদ বিতরণ,মদন উপজেলার পেশাদার জেলে সম্প্রদায়দের মাঝে জেলে আইডি কার্ড বিতরণ,জটিল রোগে লিভার সিরোসিস, কিডনি, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদরোগ থেলাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ৪ লাখ টাকার চেক বিতরণ,সমাজকল্যাণ তহবিল হতে অসহায় দুস্তদের মাঝে আর্থিক সহায়তার ৬০ হাজার টাকার চেক বিতরণ, মদন উপজেলার ভিক্ষুক পূর্ণবাসন সহায়তা প্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ, মদন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ২হাজার ২শ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ,মদন উপজেলার কৃষকদের মাঝে সার বীজ বিতরণ, অসহায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, ৮০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে শেলাই মেশিন বিতরণ,মদন উপজেলার ভূমি অফিস রেকর্ড রুমের সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম শুভ উদ্বোধন,তুষ ও হ্যারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো কুঠুরিকোনা মডেল খামারীদের অফিস- কাম প্রশিক্ষণ কক্ষের শুভ উদ্বোধন ও কুঠুরিকোনা মডেল সমিতির নিবন্ধন সনদ হস্তান্তর,কুলিয়াটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন,বিল-নার্সারি থেকে হাওরে ১লাখ পোনা মাছ অবমুক্ত করণ,পর্যটন বিকাশে উচিতপুর পর্যটন সেন্টার কাম-রেস্ট হাউজ এর ফুড কর্ণার এবং পর্যটন সেন্টারে যাওয়া দৃষ্টিনন্দন সাকো শুভ উদ্বোধন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version