দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২০২৪ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১ টায় দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ‍রফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ‘ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ্জল করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সিড়ি বেয়ে রাষ্ট্রের উচু স্থান দখল করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদ পিপি এম,রসুলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক,বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলম সোয়েব, চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক নিজাম উদ্দিন রাসেল, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফরহাদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক, নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আরিফ, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মহিউদ্দিন বিপ্লব, চরমানিকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন মাস্টার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা ও সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকনসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ জামে মসজিদের ইমাম মিজানুর রহমান।

বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version