আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে একটি নূরানী মাদ্রাসায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে বই-পুস্তকসহ মাদ্রাসাটি ভস্মীভূত হয়। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজারপাড়া সালাম মাঝির বাড়ি এলাকার ‘জামেয়া ত্বয়্যিবিয়াহ দারুস সালাম সুন্নিয়া কমপ্লেক্স’ মাদ্রাসায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক জাহাঙ্গীর আলম জানান, কেরামত আলীর গোষ্ঠীর সাথে আমাদের একটা বিষয় নিয়ে সমস্যা চলছিল, এরই প্রেক্ষিতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের পরিবারের উপর হামলা করতে আসে। এমন সময় আমরা বাড়িতে ঢুকে গেলে তারা আমাদের মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয়। মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করতো বলে তিনি জানান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে একটা মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, আগুন লাগানোর খবর পেয়ে পুলিশের ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।