স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ের ইসলামপুর ও সলিমপুর গ্রাম। ঐ হাওরপাড়ের মানুষের চলাচলের মাধ্যম হেমন্তে পাও বর্ষায় নাও । গত সপ্তাহের বন্যায় ঐ সব গ্রামের মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। পানি কমার সাথে সাথে অনেকেই বাড়ি ফিরছেন। তবে কাচা বাড়িতে থাকা লোকজন বিপাকে আছেন। গোবাদি পশু নিয়ে অনেকেটা বিপদে আছে হাওর এলাকার মানুষ। আজ দুপুরে ঐ সব এলাকায় বন্যার্তদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ করা হয়েছে। দুটি গ্রামের ১০০টি পরিবার ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী পেয়েছেন। সোমবার দুপুরে এই ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
যেসব ত্রাণ পেয়েছেন বন্যার্তরা
১. চাল- ৫ কেজি
২. ডাল- ১কেজি
৩. তেল- আধা লিটার
৪. পেঁয়াজ-১ কেজি
৫. আলু- ১ কেজি
৬. লবন- ১কেজি
৭. স্যালাইন-২টা
৮. গ্যাস লাইট- ১টা
৯. বল সাবান-১টা
আপনি যা যা মিস করেছেন
Add A Comment