জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল সদর পৌরসভায় চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আসমাউল মীর (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা (সন্ধা ৭ টা পর্যন্ত) তার কোন সন্ধান মেলেনি।
নিখোঁজ আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সাথে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে যায়। তিনজন মিলে প্রায় ১০-১৫ মিনিটি এক সাথে গোসল করে। পরে আসমাউল মীর পানিতে ডুব দিয়ে আর উপরে উঠে আসেনি। অপর দুইজন কিছু সময় তাকে খুঁজে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হবার পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। পরে তারা এসে উদ্ধার অভিযান চালায় তবে তারা কোন সন্ধান পাওয়া যায়নি।