দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (২৪ জুন) উপজেলার আমিরাবাদ এলাকায় ১১০ টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়।

এসম ব্র‍্যাকের ঝালকাঠি জেলার জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ, আল্ট্রা পুওর গ্র‍্যাজুয়েশন কর্মসূচির ডেপুটি ম্যানেজার মোঃ শিহাব উদ্দিন, মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার আসাদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, আল্ট্রা পুওর গ্র‍্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক কার্তিক দাস উপস্থিত ছিলেন ।

ব্র‍্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ
জানান, নলছিটি উপজেলার আমিরাবাদ শাখায় আল্ট্রা পুওর গ্র‍্যাজুয়েশন কর্মসূচির আওতায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত অতি দরিদ্র ১১০ টি পরিবারের সদস্যদের মাঝে ঘরের টিন বিতরণ করা হয়। এছাড়া অধিক ক্ষতিগ্রস্থ ১১৮ জন সদস্যের মধ্যে ১৭ জন সদস্যকে ২ হাজার টাকা করে মোট ৩৪ হাজার টাকা, কৃষি কার্যক্রম এন্টারপ্রাইজের ৮ জন সদস্যকে ৩৫০০ করে মোট-২৮ হাজার টাকা, ৫ জন সদস্যকে সম্পুর্ন ঘর স্থাপন বাবদ-১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা, ৬৯ জন সদস্যর ল্যাট্রিন মেরামত বাবদ ১২৫০ টাকা করে মোট ৮৬ হাজার ২৫০টাকা এবং ৪০ জন সদস্যর বসত ঘরের আংশিক মেরামত বাবদ ৬ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা ও গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে ৩৮ জন সদস্যকে শুকনা খাবার হিসাবে চিড়া ও মুড়ি বিতরন করা হয়। সর্বমোট ৪ লাখ ৩৪ হাজার ২৫০ টাকার অনুদান দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version