দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার র্যালি, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ইফতে খারুল আলম খান চৌধুরী আজাদ,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, একে এম সাইফুল ইসলাম হান্নান,যুগ্ম সম্পাদক বিমান কুমার বৈশ্য, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম আকন্দ,ছাত্র লীগের আহবায়ক টিপু মিয়া সোহাগ প্রমূখ। আলোচনা সভায় আওয়ামী লীগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।