নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
রোববার (২৩ জুন) সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের এক কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর কেক কাটা শেষে স্বাচিপের ব্যানারে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান। মিটফোর্ড হাসপাতালের স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ প্রহল্লাদ কুমার পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সার্জারী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: গোবিন্দ চন্দ্র সাহা, মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আহমেদ হোসেন, গাইনী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আফরোজা কুতুবী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে আসছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। ভিশন-২০৪১ বাস্তাবায়ানে ডাক্তাররা পাশে থাকবে।
এছাড়া এসময় স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।