গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নারী ঘটিত নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু। দু’পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।
দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারী ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পরদিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত রুবেলকে রংপুরে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।