রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে আনিছুর রহমান সরকার(৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার(১৩ জুন)উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারের দক্ষিণে কানাই বানিয়ার বাড়ির সামনে থাকা রাস্তার তিনটি মেহগনির গাছ কেটে বিক্রি করেন। তিনটি মেহগনির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
জানা যায়, উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারের দক্ষিণে কানাই বানিয়ার বাড়ির সামনে সরকারি রাস্তায় তিনটি বড় মেহগনির গাছ ছিল। বৃহস্পতিবার রাস্তার ৩ টি বড় গাছ লোক দিয়ে গাছগুলো তিনি কেটে ফেলেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান,দক্ষিণ গয়াবাড়ি ধোনিপাড়া গ্রামের মৃত কচির উদ্দিন সরকার’র ছেলে আনিছুর রহমান সরকার ও গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলে এই গাছ কেটে বিক্রি করেন।
গাছ বিক্রি করা বিষয়ে জানতে চাইলে আনিসুর সরকার বলেন, আমি গাছ কাটি নাই,আমার গাছের কী দরকার। এটা চেয়ারম্যানের ব্যাপার, চেয়ারম্যান লোক দিয়ে কাটাইছে হয়তো।
৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন বলেন,বিষয়টি আমি জানি না।বিষয়টি শুনে দেখবো। গাছ গুলো জমির শুনে দেখি আগে।