জলঢাকা প্রতিনিধি:
সাজাপ্রাপ্ত ৪ জন আসামি কে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব নেকবক্ত ডাঙ্গা পাড়ার মৃত আব্বাস আলীর পুত্র মোঃ নুর আলম (৩০), আরাজি কাঠালি মীরগন্জ সামসুল হকের পুত্র আবুল কালাম আজাদ, পূর্ব গোলমুন্ডা মৃত জহির উদ্দিনের পুত্র মোঃ আব্দুস ছাত্তার ভূট্টু (৪৮) ও কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর চৌধুরী পাড়ার মৃত নূর হোসেনের পুত্র মোঃ আতাউল্লাহ ওরফে বান্টু (৪৮)। গ্রেফতারকৃত আসামি উভয়ের জেলা নীলফামারী।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় ৪ জন আসামিকে গ্রেফতারপূর্বক আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


