এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা ডিএনসি অফিস সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টীম জেলার বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর এলাকাস্থ একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (ট্যাপেন্টা) ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত কারবারি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা মহেশপুর এলাকার মৃত নুদু মোহাম্মদের পুত্র মোঃ সহিদ (৩৬)।
আটককৃত কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর।