এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প মাদক (ফেন্সিডিল সাদৃশ্য) ফেন্সিগ্রীপ সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে একটি বিশেষ টীম বুধবার (১২ জুন) দুপুরে জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের দিঘলপাড়া এলাকায় জনৈক মজিবর এর অভিযান চালিয়ে মজিবর রহমান নামের এক কারবারিকে আটক করা হয়। এসময়, তার বসতবাড়িতে রাখা একটি চালের ড্রাম থেকে ফেন্সিডিলের আদলে তৈরী করা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫২ বোতল ফেন্সিগ্রীপ উদ্ধার করা হয়।
আটককৃত কারবারি মোঃ মুজিবর রহমান (৩৭) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দিঘলপাড়া এলাকার মৃত বেলাল এর পুত্র।
আটককৃত কারবারির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের পূর্বক বিধিমোতাবেক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল মান্নাফ কবীর।