বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

বকশীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান, আটক ৫

যা যা মিস করেছেন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বকশীগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫জনকে আটক করেছে।

১১ই জুন বুধবার রাত্রিবেলায় বকশীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।জামালপুর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বি পিএম) এর দিকনির্দেশনা ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খানের সার্বিক সহযোগিতায় বকশীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় অংশগ্রহণকারী বকশীগঞ্জ থানার এস আই আবুল হাশেমের নেতৃত্বে খেওয়ারচর উজান গ্রামের কমবল শেখের ছেলে মোঃ মোগল মিয়া ওরফে মঙ্গল (২৮) কে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ আইনে আটক করা হয়। অপরদিকে বকশিগঞ্জ থানার তারেক মোহাম্মদ মাসুদ (এস আই) এর নেতৃত্বে ঘাসির পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসলাম উদ্দিন এর ছেলে মোঃ সাদ্দাম (২১), নুর ইসলামের ছেলে মোঃ নুর আলম(২০), মৃত সোহরাব আলীর ছেলে মোঃ আল- আমিন সহ উভয়কে ৩০০ গ্রাম গাঁজা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করা হয়েছে। আবার, লাভলু আহমেদ (এস আই) এর নেতৃত্বে বকশীগঞ্জ উত্তর বাজার পাটহাটি এলাকা থেকে মোঃ হাফিজ উদ্দিন খন্দকারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়। তার ৬ মাসের সাজা হয়েছিল। তাদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security