লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ভুমিহীন জন সংগঠন নেতৃবৃন্দের সাথে ভুমি কর্মকর্তার মত বিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে বে সরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিএ) সহয়োগীতায় উপজেলা ভুমি অফিস চত্বরে উপজেলা ভূমিহীন জন সংগঠনের আয়োজনে এ সভা হয়।
উপজেলা ভূমিহীন জন সংগঠনের সভাপ্রধান অবিনাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম, ভুমিহীন নেতা গজেন্দ্র নাথ রায় প্রমুখ । এ সময় উপজেলার বিভিন্ন ভূমিহীন জন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।