দ্যা মেইল বিডি / খবর সবসময়

ঝালকাঠি ১০০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে সাধারণ রোগীদের বাইরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এ ছাড়া দালালদের কারণে রোগী ও তাঁদের স্বজনেরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ এ আবেদন করেন।

তিনি আবেদনে উল্লেখ করেন, ঝালকাঠি সদর হাসপাতালে অতিসম্প্রতি ডায়াগনস্টিক সেন্টার সমুহের দালালদের উৎপাত আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে বেশির ভাগ ল্যাব টেস্টের সুবিধা থাকা সত্ত্বেও এ সকল দালাল বিভিন্ন মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে রোগীদের কে ফুসলিয়ে বাহিরে অতিরিক্ত মূল্যে পরীক্ষা করায়। হাসপাতালের চিকিৎসকগণ এই অধিক মূল্যের পরীক্ষা সমূহের বিরুদ্ধে সোচ্চার হইলে এই সকল ডায়াগনস্টিকের মালিক ও প্রতিনিধিগন হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকগনের সাথে অসাদাচারন করে হুমকি দেয়। এমন অবস্থায় সদর হাসপাতালের চিকিৎসকগণ মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ডা. শামীম আহমেদ জানান, কার্যকরী ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version