মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-
সমুদ্রে মাছ শিকারে ট্রলারের ফিটনেস, লাইসেন্স,সামুদ্রিক মৎস্য আইনসহ জেলেদের নিরাপত্তার বিষয়ে মৎস্যজীবীদের সাথে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ জুন) ইউএনও মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে দিনব্যপী উপজেলা পরিষদের হলরুমে ট্রলার মালিক, জেলে নেতা, আড়ৎদার,বরফ বরফ মিল মালিকসহ মৎস্য সংশ্লিষ্টদের সাথে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার জি.এম. মাসুদ, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ উজ্জামান, নৌ পুলিশের ওসি শহিদুল ইসলাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কর্মশালায় ধারণাপত্র তুলে ধরেন জয়ন্ত কুমার অপু।

কর্মশালায় দেশের উপকুলীয় মৎস্য সম্পদের বিভিন্ন দিক ও সম্ভাবনার কথা তুলে ধরে তার যথাযথ ব্যবহারের পাশাপাশি সংরন ও সম্প্রসারনের উপরও গুরুত্বারোপ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version