ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইল জেলা সমিতি একটি ঐতিহাসিক সংগঠন। টাঙ্গাইল জেলার ঐতিহ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আসছে আগামী ২৯ জুন’২৪ টাঙ্গাইলের ঐতিহাসিক এই সংগঠন টাঙ্গাইল জেলা সমিতির ত্রিবার্ষিক মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনে ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরণ পরিষদ এবং হীরা-নজরুল পরিষদ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে।
ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরন প্যানেলে দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তারেক শামস খান হিমু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা সমিতি ২০২৪ এর নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তাৎক্ষণিক এক বিশেষ বার্তায় জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন- শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি টাঙ্গাইল জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলে কাজ করার সুযোগ পেয়ে।
তিনি আরও বলেন-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব, সাবেক পাট ও বস্ত্র সচিব এবং অফিসার্স ক্লাব অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডঃ মোঃ ইব্রাহিম এর অনুরোধে টাঙ্গাইলের সংস্কৃতি ও ক্রীড়াকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে টাঙ্গাইল জেলার সমিতির এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক টাঙ্গাইল জেলার ক্রীড়া ও সংস্কৃতিকে দেশে এবং দেশের বাইরে তুলে ধরে টাঙ্গাইল জেলার ভাবমূর্তি আরো উজ্জ্বল করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।